৩০০০০ টাকা বেতনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলিতে ৬১০০ শূন্যপদে ক্লার্ক ও ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ। শীঘ্রই আবেদন করুন। IBPS Clerk Recruitment 2023



সারা ভারতের বেকার যুবক যুবতীদের জন্য ফের নতুন একটি সুখবর ঘোষণা হল। দেশের সমস্ত ছেলেমেয়েরা যাদের ব্যাংকে চাকরি করার আগ্ৰহ রয়েছে তারা অবশ্যই শেষ পর্যন্ত খবরটি মন দিয়ে পড়বেন। কারণ এটি একটি সুবর্ণ সুযোগ তাদের কাছে যেখানে দেশের নামকরা সব রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলিতে সহজেই তারা মাসিক ৩০০০০ টাকা বেতনে ভালো পদে চাকরি পেতে পারেন। সম্প্রতি এমনটাই খবর মিলেছে দেশের প্রধান ব্যাংকিং পার্সোনেল নিয়োগকারী প্রতিষ্ঠান IBPS বা Institute of Banking Personnel Selection কর্তৃক। তারা জানিয়েছেন যে অতি শীঘ্রই সারা দেশ জুড়ে মোট ৬০০০ এরও বেশি শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে। এই সকল নিয়োগ হবে প্রধানত গ্ৰুপ সি পদেই। আরও অনেকগুলি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জ্ঞাত হওয়া গেছে তাদের তরফ থেকে। সবকিছু জানতে হলে বিস্তারিত ভাবে শেষ অবধি খবরটি পড়ুন।


নিয়োগকারী প্রতিষ্ঠান ও শূন্যপদ:- দেশের প্রসিদ্ধ ব্যাংকিং পার্সোনেল নিয়োগকারী প্রতিষ্ঠান IBPS কর্তৃক এই নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আমরা জানি যে প্রতি বছরই এই IBPS পরীক্ষার মাধ্যমে প্রচুর শূন্য পদে ক্লার্ক ও অন্যান্য বিভিন্ন পদ সমগ্র দেশ জুড়ে কর্মী নিয়োগ প্রক্রিয়া অনুষ্ঠিত হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। ঠিক বছর ঘুরতে না ঘুরতেই আবারও দেশের সমস্ত বেকার ছেলেমেয়েদের কথা ভেবে মোট ৬১০০ টি শূন্যপদে তারা নিয়োগের ঘোষণা করেছেন। এক্ষেত্রে মূলত ক্লার্ক পদেই কর্মী নিয়োগ করা হবে। তবে ডিপার্টমেন্ট, ব্যাংক ও রাজ্য বিশেষে শূন্যপদের সংখ্যা জানতে বিজ্ঞপ্তি অনুসরণ করুন।


আবেদন পদ্ধতি:- এই IBPS Clerk পরীক্ষায় আবেদন করতে হলে ইচ্ছুক প্রার্থীদের তা অনলাইনে সম্পন্ন করতে হবে। এর জন্য,

১. প্রথমে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট www.ibps.in এই ওয়েবসাইটের মধ্যে ঢুকতে হবে।

২. তারপর CRP CLERK অপশনে ক্লিক করে যে রেজিস্ট্রেশন করে নিতে হবে। তবে যাদের রেজিস্ট্রেশন একবার করা আছে তাদে আর আলাদা করে তা করার দরকার নেই।

৩. এরপর প্রদত্ত আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে আবেদন পত্র সঠিকভাবে প্রয়োজনীয় তথ্য দিয়ে পূরণ করে নিতে হবে।

৪. পরের পেজে এসে যেসকল নথিপত্র প্রয়োজনীয় সেগুলি স্ক্যান করে আপলোড করে দিতে হবে।

৫. তারপরের পেজে এসে নির্দিষ্ট আবেদন মূল্য জমা করে দিলেই আবেদন পদ্ধতি সম্পূর্ণ হবে। 

        এখানে আবেদন মূল্য হল ৮৫০ টাকা (সাধারণ শ্রেনীর) এবং ১৭৫ টাকা (সংরক্ষিত শ্রেনীর)।


প্রয়োজনীয় নথিপত্র:- 

১. এক কপি রঙ্গিন পাসপোর্ট ছবি।

২. নিজের সিগনেচার।

৩. নিজের একটি যে কোনো ফটো আইডি প্রুফ।

৪. বয়সের যেকোনো একটি প্রমাণ।

৫. সমস্ত প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার প্রমাণ।

৬. বাঁ হাতের আঙুলের ছাপ।

৭. একটি হাতে লেখা ডিক্লেয়ারেশন।

৮. জাতিগত শংসাপত্র যদি থাকে।


প্রার্থী নিয়োগ প্রক্রিয়া:- এই IBPS পরীক্ষার ক্ষেত্রে মোট তিনটি পর্যায়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হয়। প্রথমে হবে একটি অনলাইন প্রিলিমিনারী পরীক্ষা। এতে সময় ১ ঘন্টা। পূর্ণমান ১০০। পরীক্ষার বিষয় হবে জেনারেল ইংলিশ, নিউমেরিকাল অ্যাপটিটিউড এবং জেনারেল ইন্টেলিজেন্স ও রিজনিং এর উপর। পরীক্ষার ১০ দিন আগে অ্যাডমিট দেওয়া হবে।

        আগের পর্যায়ে কোয়ালিফাইং নম্বর পাওয়া প্রার্থীদের ডাকা হবে মেন পরীক্ষার জন্য। এই পরীক্ষা হবে লিখিত মানে পেন ও পেপারে। এই পরীক্ষা সম্পর্কে বিস্তারিত জানতে হলে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন।

       যাই হোক, মেন পরীক্ষায় যেসমস্ত প্রার্থী উত্তীর্ণ হবেন তাদের ডাকা হবে কম্পিউটার স্কিল টেস্ট ও ইন্টারভিউয়ের জন্য। সব মিলিয়ে নির্দিষ্ট পাস নম্বর পাওয়া প্রার্থীদের সরাসরিভাবে নিয়োগ করা হবে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলিতে।


বেতনসীমা:- এখানে যেসকল প্রার্থীরা শেষপর্যন্ত নিয়োগের সুযোগ পাবেন তাদের শুরু থেকেই অতি উচ্চ হারে বেতনের সুবিধা দেয়া হবে। প্রথমে এই বেতন থাকবে সব মিলিয়ে ৩০০০০ টাকা। তবে পরে তা বাড়তে বাড়তে ৬৫০০০ হাজার পর্যন্ত যেতে পারে। এছাড়াও এটি একটি স্থায়ী চাকরি হবার দরুন এখানে TA, DA, HRA, Provident Fund, pension ও অন্যান্য অনেক সুবিধা রয়েছে।


শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা:- IBPS কর্তৃক যে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তার তথ্য অনুযায়ী এখানে আবেদনকারী সকল প্রার্থীকে অবশ্যই সরকার স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয়ের‌‌ অধীনে স্নাতক ডিগ্রি অর্জন করে থাতে হবে। তবে এক্ষেত্রে সাধারন শ্রেনীর প্রার্থীদেরকে সরাসরি ৫৫ শতাংশ এবং সংরক্ষিত আসনের প্রার্থীদের ৫৩ শতাংশ নম্বর থাকা আবশ্যক। এছাড়াও কম্পিউটার নলেজ থাকা অবশ্যই সরকার।


আবেদনের সময়সীমা:- উপরে যে IBPS পরীক্ষার মাধ্যমে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ক্লার্ক নিয়োগের বিষয়ে আলোচনা করা হয়েছে তার জন্য আবেদন গ্ৰহণ করার কাজ এখনো শুরু হয়নি। সংস্থার মারফত জানা গেছে যে আগামী ১ লা জুলাই ২০২৩ তারিখ থেকে এই প্রক্রিয়া শুরু হবে। আর তা চলতে থাকবে ২১ জুলাই ২০২৩ তারিখ পর্যন্ত। তাই ইচ্ছুক প্রার্থীরা আবেদন শুরু হওয়া মাত্রই তাড়াতাড়ি তা সম্পন্ন করবেন।


    এসম্পর্কে আরো জানতে হলে নিচের অফিসিয়াল ওয়েবসাইট থেকে জেনে নিন।

Official website:- Click here


এরকম আরো নিত্যনতুন খবরের আপডেট সবার আগে পেতে আমাদের পেজ‌ নিয়মিত ফলো করুন এবং প্রয়োজনে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে যান।

Telegram channel:- Join Channel

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মাসিক ২ লক্ষ টাকা বেতনে ইন্টারভিউ দিয়ে কেন্দ্রীয় সরকারের DRDO তে চাকরির সুযোগ। DRDO Recruitment 2023

মাসিক ১৬০০০ টাকা বেতনে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে Group C পদে দুর্দান্ত নিয়োগের ঘোষণা। RBU Group C Recruitment 2023

এই ব্যাংক দিচ্ছে ফিক্সড ডিপোজিটের ওপর ৯.১০% সুদ। একবার টাকা বিনিয়োগ করলেই রকেটের স্পিডে বাড়বে।