মাধ্যমিক পাসে ৪৪০০০ শূন্যপদে ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করবে ভারতীয় রেল। Indian Railway Recruitment 2023
ভারত সরকারের রেল কর্তৃপক্ষের তরফ থেকে মাত্র কিছুদিন আগেই অসাধারণ একটি নিয়োগের ঘোষণা করা হয়েছে। এখানে বলা হয়েছে যে সারা ভারত জুড়ে প্রায় ৪৪০০০ শূন্য পদে কর্মী নিয়োগের আয়োজন করা হবে। ভারতীয় রেল কর্তৃপক্ষ এর আগেও বহুবার এরকম ছোট বড় অনেক ধরনের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কিন্তু আজ আমরা যে নিয়োগের বিষয়ে আলোচনা করতে চলেছি অর্থাৎ রেল মারফত যে নিয়োগের ঘোষণা বর্তমানে করা হয়েছে সেটি সবথেকে অন্যরকম। এখানে আবেদন করতে গেলে যে যোগ্যতার প্রয়োজন তা হল সর্বনিম্ন মাধ্যমিক পাস। আর এক্ষেত্রে কোনো রকম পরীক্ষা ছাড়া শুধু ইন্টারভিউ মারফতই কাজে নিয়োগ দেয়া হবে বলে জানান হয়েছে। তাই এটি একটি সুবর্ণ সুযোগ যেখানে ভারতের যেকোনো জায়গা থেকে যেকোনো যোগ্যতার অধিকারী প্রার্থীরা নিঃসংকোচে আবেদন করতে পারবেন। কারণ এত সহজ এবং ভালো একটি চাকরির সুযোগ তাও আবার সেটি যদি হয় রেল দপ্তরে তা হলে এক্ষেত্রে অযথা দেরি করার তো কোনো মানেই হয় না। এবিষয়ে বিস্তারিত জানতে হলে আজ আমাদের এই খবরটি শেষ পর্যন্ত পড়ুন এবং তারপর দ্রুত আবেদন সম্পূর্ণ করুন।
আবেদন পদ্ধতি:- ভারতীয় রেল দপ্তরের পক্ষ থেকে প্রকাশ করা বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে কাজের জন্য আবেদন করতে ইচ্ছুক প্রার্থীরা অনলাইন মারফত আবেদন জানাতে পারেন।
১. www.indianrailways.gov.in এই ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট লিংকে ক্লিক করে আগে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। যাদের রেজিস্ট্রেশন আগে থেকে করা আছে তাদের পুনরায় লগইন করতে হবে।
২. এরপর হোমপেজে এসে রিক্রুটমেন্ট সেকশনে গিয়ে 'Indian Railway Recruitment 2023' লিংকের উপর ক্লিক করে নির্দিষ্ট আবেদন পত্রটি সঠিকভাবে প্রয়োজনীয় তথ্যসমূহ দিয়ে পূরণ করে ফেলতে হবে।
৩. তারপরের পেজে এসে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করে দিতে হবে।
৪. তারপর নির্দিষ্ট আবেদন মূল্য দিয়ে অ্যাপ্লিকেশনটি সাবমিট করলেই আবেদন প্রক্রিয়া শেষ হয়ে যাবে। প্রয়োজন অনুসারে প্রার্থীরা তাদের অ্যাপ্লিকেশনের একটি প্রিন্ট আউট নিয়ে নিতে পারেন।
বয়সের মাপকাঠি:- বয়সসীমা সম্পর্কে স্পষ্ট করে কিছু জানানো হয়নি কর্তৃপক্ষ মারফত। তবে যেকোনো উপযুক্ত প্রার্থী যদি সর্বনিম্ন ১৮ বছরের উর্ধ্বে হয়ে থাকেন তাহলেই তিনি এখানে আবেদনের যোগ্য হবেন। এক্ষেত্রে বয়সসীমা হিসাব করতে হবে ১.১.২০২৩ তারিখ অনুযায়ী।
প্রয়োজনীয় নথিপত্র:-
১. এক কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি।
২. নিজস্ব সিগনেচার।
৩. বয়সের প্রমাণ হিসেবে মাধ্যমিক অ্যাডমিট বা বার্থ সার্টিফিকেট।
৪. ফটো আইডি প্রুফ হিসেবে ভোটার কার্ড/আধার কার্ড/প্যান কার্ড/ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি।
৫. সকল প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার প্রমাণ।
৬. জাতিগত শংসাপত্র যদি থাকে।
৭. সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতার প্রমাণ ( যদি প্রযোজ্য হয়)।
নিয়োগ প্রক্রিয়া:- রেল কর্তৃপক্ষ যে বিজ্ঞপ্তি এই নিয়োগের ব্যাপারে জারি করেছে তাতে বলা হয়েছে যে এখানে কোনো পরীক্ষা অর্থাৎ কোনো লিখিত বা অনলাইন পরীক্ষার ব্যবস্থা করা হবে না। আবেদনকারী প্রার্থীদের আবেদন গ্ৰহণ করার পর একটি ছোট ইন্টারভিউ ও দক্ষতা যাচাই প্রক্রিয়া অনুষ্ঠিত হবে। যার মাধ্যমে চাকরিপ্রার্থীদের ভালোভাবে দক্ষতা ও অভিজ্ঞতা পরীক্ষা করে তাদের সরাসরি নিয়োগ দেয়া হবে কাজে।
পদসংক্রান্ত বিবরণ:- যেসকল পদের ব্যাপারে নিয়োগ প্রক্রিয়ার কথা ভারতীয় রেল এক্ষেত্রে প্রকাশ করেছে সেগুলি হল যথাক্রমে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এবং টেকনিশিয়ান। সবকিছু মিলিয়ে এখানে মোট যে শূন্যপদের সংখ্যা রয়েছে তা হল ৪৪০০০ টি। কোন পদের জন্য কটি করে শূন্য পদ রয়েছে সেই বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। তবে সূত্রের খবর অনুযায়ী খুব শীঘ্রই কর্তৃপক্ষের নির্দিষ্ট ওয়েবসাইটে তা প্রকাশ করা হবে।
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা:- সংশ্লিষ্ট পদগুলিতে কাজের জন্য আবেদন করতে গেলে একজন আবেদনকারীকে সরকার স্বীকৃত যেকোনো বোর্ডের অধীনে ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকতে হবে। এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে অভিজ্ঞতা থাকাকে আবশ্যক করা হয়েছে। তবে এই সমস্ত যোগ্যতা ছাড়াও একজন প্রার্থী যদি ভারতের স্থায়ী নাগরিক হয়ে থাকেন তবেই তিনি এখানে আবেদন করতে পারবেন। নচেৎ নয়।
আবেদনের সময়সীমা:- এব্যাপারে আবেদনের জন্য প্রক্রিয়া শুরু বা শেষের বিশেষ কোনো তারিখ এখনো পর্যন্ত ঘোষণা করা হয়নি। তবে সমস্ত আগ্ৰহী প্রার্থীকে অনুরোধ করা হচ্ছে তারা যেন নিয়মিতভাবে কর্তৃপক্ষের ওয়েবসাইটে চাখ রাখেন এবিষয়ে বিস্তারিত জানার জন্য।
এরকম আরো নিত্যনতুন খবরের আপডেট সবার আগে পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ফলো করুন এবং প্রয়োজনে আমাদের টেলিগ্ৰাম চ্যানেল জয়েন করুন যাতে আমাদের কোনো আপডেট আপনার মিস না হয়।
Telegram channel:- Join channel
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন