দীর্ঘ প্রতীক্ষার পর রাজ্যের প্রাইমারি ও আপার প্রাইমারি স্কুলে শিক্ষক, নন টিচিং স্টাফ এবং গ্ৰুপ সি পদে নিয়োগ। WB Primary School Recruitment 2023



এমনিতেই রাজ্যে অনেকদিন ধরে শিক্ষক নিয়োগের দুর্নীতিকে কেন্দ্র করে চাপানউতোর চলেই আসছে। তারই মাঝে এই গত বছরই রাজ্যের প্রাইমারি টেট পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিন্তু তারপরও কোনো সুরাহা হয়নি রাজ্যের বেকার চাকরিপ্রার্থীদের। পরীক্ষার ফলাফল প্রকাশিত হবার পর তাদের জানানো হয় এই মুহূর্তে কোনো নিয়োগ প্রক্রিয়া করা হবেনা। বরং ভবিষ্যতে যখন কোনো এসম্পর্কিত কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে তখন তাদের আবার নতুন করে পরীক্ষা দিয়ে নিয়োগ পেতে হবে। সেই মতোই আজ রাজ্য সরকারের তরফে জারি করা হয়েছে এমন এক বিজ্ঞপ্তি যার খবর শুনলে আনন্দিত হয়ে উঠবে রাজ্যের সেই সকল টেট পরীক্ষার্থীদের তথা অন্য সকল বেকারদের মন। হ্যাঁ, সম্প্রতি এমনটাই খবর পাওয়া গেছে সূত্র মারফত। যেখানে বলা হয়েছে রাজ্যের বিভিন্ন প্রাথমিক ও উচ্চপ্রাথমিক স্কুলগুলিতে শুধু টিচিং, নন টিচিং স্টাফ পদেই না সাথে গ্ৰুপ সি ও ডি পদেও নিয়োগ সম্পন্ন করা হবে। কেবল তাই না আরও একটি বড় সুখবর রয়েছে যেটি হল যে এখানে শুধুমাত্র একটি ছোট ইন্টারভিউয়ের মাধ্যমেই কাজের জন্য নির্বাচন করা হবে আবেদনকারীদের। তবে আর কথা না বাড়িয়ে এই দুর্দান্ত নিয়োগের বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।


আবেদন পদ্ধতি:- এক্ষেত্রে আলাদা করে কোনো আবেদন প্রক্রিয়া আয়োজন করা হবে না বলে জানানো হয়েছে কর্তৃপক্ষ মারফত। তারা যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন তাতে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যেসকল প্রার্থীরা এখানে আবেদন করতে ইচ্ছুক তাদের নিজস্ব একটি আপডেটেড বায়োডেটা সমেত উপস্থিত হয়ে যেতে হবে ইন্টারভিউয়ের জন্য নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে। সেখানেই সরাসরি তাদের আবেদন গ্রহণ করার পর ইন্টারভিউ শুরু হবে।


নিয়োগ প্রক্রিয়া:- নিয়োগকারী সংস্থার তরফে জানা গেছে যে এখানে প্রার্থীদের সরাসরিভাবে উপস্থিত হতে হবে ইন্টারভিউয়ের জন্য। অর্থাৎ আগে থেকে কোনো লিখিত বা অনলাইন পরীক্ষা নেওয়া হবে না। তাই এক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া অত্যন্ত সহজ। যেমনটি আগের প্যারাতে বলা হয়েছে নির্দিষ্ট স্থানেই এক্ষেত্রে আবেদন গ্ৰহণ ও ইন্টারভিউ একই সঙ্গে করা হবে। এই ইন্টারভিউয়ের মাধ্যমে প্রতি আবেদনকারী প্রার্থীর যোগ্যতা ও অভিজ্ঞতা সঠিকভাবে যাচাইয়ের পর তাদেরকে অনুমোদন দেওয়া হবে কাজে নিয়োগ করার জন্য।

ইন্টারভিউয়ের স্থান:- Conference Hall of District Education Officer, Samagra Sikshya Mission , 8th Floor, New Administrative Building , Alipore, Kolkata -700027

তারিখ ও সময়:- ইন্টারভিউ চলবে জুন মাসের ৭ থেকে ৯ তারিখ পর্যন্ত। প্রত্যেক আগ্ৰহী প্রার্থীকে এই তারিখ অনুযায়ী সকাল ১০ টার মধ্যে উপস্থিত হতে বলা হচ্ছে।


প্রয়োজনীয় নথিপত্র:- ইন্টারভিউয়ের জন্য উপস্থিত হবার সময়ে অবশ্যই নিজের সঙ্গে কিছু প্রয়োজনীয় নথিপত্র রাখতে হবে। এগুলি হল,
১. দুই কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি।
২. যেকোনো একটি ফটো আইডি প্রুফ (আধার/ভোটার কার্ড) এর সেল্ফ অ্যাটেস্টেড করা জেরক্স।
৩. সমস্ত প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার প্রমাণের এক কপি করে সেল্ফ অ্যাটেস্টেড করা জেরক্স।
৪. লাস্ট পেমেন্ট সার্টিফিকেট।
৫. PPO এর কাগজপত্র।
৬. এক কপি বায়োডেটা।
৭. নির্দিষ্ট পদে অভিজ্ঞতার প্রমাণ।


নিয়োগকারী কর্তৃপক্ষ:- এখানে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হতে চলেছে মূলত দক্ষিণ ২৪ পরগনার জেলায়। এই জেলার বিভিন্ন ইংরাজি ও বাংলা মিডিয়াম স্কুলগুলিতে এই সকল টিচিং ও নন টিচিং স্টাফ পদে নিয়োগ করা হবে।


পদের বিবরণ:- এখানে সব মিলিয়ে মোট ২ ধরনের শূন্য পদের জন্য নিয়োগ সম্পন্ন করা হবে। টিচিং স্টাফ এবং নন টিচিং স্টাফ। নন টিচিং স্টাফের মধ্যে রয়েছে আবার গ্ৰুপ সি, ডি, সিকিউরিটি গার্ড / নাইট গার্ড। তবে প্রতি ক্ষেত্রেই প্রার্থীদের চুক্তিভিত্তিকভাবে নিয়োগ করা হবে। 

টিচিং স্টাফ:- এই ক্ষেত্রে শূন্য পদের সংখ্যা হল মোট ১০টি। একটি বাংলা ও অন্যটি ইংরেজি বিষয়ের জন্য। 

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা:- এই পদের জন্য আগ্ৰহী প্রার্থীকে অবশ্যই যেকোনো বোর্ডের অধীনে ৫০ শতাংশ নম্বর সহ উচ্চমাধ্যমিক পাস করতে হবে। তবে আপার প্রাইমারি স্কুলের ক্ষেত্রে যেকোনো বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক পাসের অধিকারী হবার কথা বলা হয়েছে। সেই সঙ্গে সংশ্লিষ্ট পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা:- আবেদন কারী প্রার্থীদের বয়স হতে হবে সর্বোচ্চ ৬৫ বছর। বয়সসীমা হিসাব করতে হবে ১.১.২০২৩ অনুযায়ী।


নন টিচিং স্টাফ:- এই ক্ষেত্রে শূন্য পদের সংখ্যা হল সব মিলিয়ে মোট ৮ টি। একটি বাংলা ও অন্যটি ইংরেজি বিষয়ের জন্য। 

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা:- এই পদের জন্য আগ্ৰহী প্রার্থীকে সংশ্লিষ্ট পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া বিশেষ কোনো শিক্ষাগত বা অন্যান্য যোগ্যতার কথা বলা হয় নি।

বয়সসীমা:- আবেদন কারী প্রার্থীদের বয়স হতে হবে সর্বোচ্চ ৬৪ বছর। বয়সসীমা হিসাব করতে হবে ১.১.২০২৩ অনুযায়ী।


এসম্পর্কে আরো বিস্তারিত জানতে নীচের অফিসিয়াল বিজ্ঞপ্তিটি একবার দেখে নিন।

Official Notice:- Download





এরকম আরো নিত্যনতুন খবরের আপডেট সবার আগে পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ফলো করুন এবং প্রয়োজনে আমাদের টেলিগ্ৰাম চ্যানেল‌ জয়েন করুন যাতে আমাদের কোনো আপডেট আপনার মিস না হয়।

Telegram channel:- Join channel







মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

৩০০০০ টাকা বেতনে শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে পশ্চিমবঙ্গে পৌরসভাতে কর্মী নিয়োগ। WB Municipality Recruitment 2023

এই ব্যাংক দিচ্ছে ফিক্সড ডিপোজিটের ওপর ৯.১০% সুদ। একবার টাকা বিনিয়োগ করলেই রকেটের স্পিডে বাড়বে।

মাধ্যমিক পাসে ৪৪০০০ শূন্যপদে ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করবে ভারতীয় রেল। Indian Railway Recruitment 2023