রাজ্যের জেলায় জেলায় মাধ্যমিক পাস যোগ্যতায় আশাকর্মী নিয়োগ, আবেদন করুন শীঘ্রই। WB ASHA Worker Recruitment 2023



পশ্চিমবঙ্গের বেকার চাকরিপ্রার্থী ব্যক্তিদের জন্য আবারও এক সুসংবাদ ঘোষণা করল রাজ্য সরকার। রাজ্যের জেলায় জেলায় আশাকর্মী পদে নিয়োগ করা হতে চলেছে মহিলাদের। রাজ্য সরকারের নিয়ন্ত্রনাধীন দপ্তর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এখানে চাকরির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার বিশেষ গুরুত্ব নেই বললেই চলে। কেবলমাত্র যদি মাধ্যমিক পাস করে থাকেন তাহলেই যেকোনো মহিলা প্রার্থী এখানে নিঃসংকোচে আবেদন জানাতে পারেন। রাজ্য সরকারের পক্ষ থেকে এর পূর্বেও বহুবার আশাকর্মী নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। তবে এবার যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে বোঝা যায় যে এই বারে আশাকর্মী নিয়োগে এক নতুন মোড় আনতে চলেছে রাজ্য সরকার। নীচে এই নিয়োগের আবেদন পদ্ধতি, নিয়োগ প্রক্রিয়া, যোগ্যতা, পদ এবং অন্যান্য বিষয়ে বিস্তারিত ভাবে ব্যাখ্যা করা হল। 


বয়সসীমা:- আশাকর্মী পদে আবেদন করার জন্য উপযুক্ত হতে হলে একজন প্রার্থীকে এখানে অবশ্যই সংস্থার তরফে জারি করা নোটিশ অনুযায়ী বয়সসীমার মধ্যে থাকতে হবে। অন্যথায় আবেদন গ্ৰাহ্য হবে না। কর্তৃপক্ষ জানিয়েছে সাধারণ শ্রেণীর প্রার্থীদের বয়স হতে হবে সর্বনিম্ন ৩০ থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে। আর অপরদিকে তফশীল জাতি ও উপজাতিদের বয়স হতে হবে ২২ থেকে ৪০ বছরের মধ্যে।


আবেদন পদ্ধতি:- এই আশাকর্মী নিয়োগের জন্য যেসকল প্রার্থীরা আবেদনে ইচ্ছুক তাদের এক্ষেত্রে বলা হয়েছে অফলাইনের মাধ্যমে আবেদন করার জন্য। কারণ এখানে অনলাইনে কোনো আবেদন গ্ৰহণ করা হবে না। তাই আবেদন করার জন্য সর্বপ্রথম 

১. নীচে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করে সেখানে যেতে হবে। তারপর সেখান আবেদন ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে। অথবা আপনারা নীচের অফিসিয়াল বিজ্ঞপ্তিটি থেকেও সরাসরিভাবে আবেদনপত্র ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারেন। যাই হোক, তো এরপর

২.  সকল প্রয়োজনীয় তথ্য প্রদান করে সেই আবেদনপত্র ভালোভাবে পূরণ করে নিতে হবে। 

৩. সমস্ত প্রয়োজনীয় নথিপত্রের এক কপি করে জেরক্স সেল্ফ অ্যাটেস্টেড করে রাখতে হবে। 

৪. সবশেষে সেই সমস্ত নথিপত্র ও আবেদনপত্র একসাথে একটি খামে ভরে পাঠিয়ে দিতে হবে নিজের ব্লকের ব্লক উন্নয়ন আধিকারিক এর দপ্তরে ঠিকানায়।


প্রয়োজনীয় নথিপত্র:- এখানে আবেদন করতে গেলে বেশ কিছু প্রয়োজনীয় নথিপত্র অবশ্যই নিজের সঙ্গে রাখতে হবে। এগুলি হল,

১. সিগনেচার সহ দু কপি রঙ্গিন পাসপোর্ট সাইজের ছবি।

২. বয়সের প্রমাণ হিসেবে মাধ্যমিক অ্যাডমিট/সার্টিফিকেট।

৩. প্রার্থীর নিজস্ব ফটো আইডি প্রুফ হিসেবে ভোটার কার্ড।

৪. সংশ্লিষ্ট এলাকার পঞ্চায়েত প্রধান প্রদত্ত স্থায়ী বাসিন্দার একটি সার্টিফিকেট।

৫. মাধ্যমিক পাসের সার্টিফিকেট এবং মার্কশিট।

৬. জাতিগত শংসাপত্র যদি থাকে।

৭. বিধবা অথবা বিবাহ বিচ্ছিন্ন মহিলাদের ক্ষেত্রে উপযুক্ত প্রমাণ।

৮. কোনো স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যদি কেউ যুক্ত থাকেন তবে তার প্রমাণ।


নিয়োগ প্রক্রিয়া:- এই আশাকর্মী ২০২৩ নিয়োগের যে বিজ্ঞপ্তি কর্তৃপক্ষ মারফত জারি করা হয়েছে তাতে নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিশেষ কিছুই জানানো হয়নি। যদিও আবেদনকারীদের আশ্বস্ত করে এবিষয়ে বলা হয়েছে যে পরে তা জানানো হবে। এই ক্ষেত্রে কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত গ্ৰহণ করবে সেটিই চূড়ান্ত। 


বেতন কাঠামো:- এখানে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার পর যেসকল প্রার্থীরা মনোনীত হবেন, তাদের প্রতিমাসে ৫৫০০ টাকা করে বেতন প্রদান করা হবে। তবে এক্ষেত্রে বেতনবৃদ্ধি ও অন্যান্য সুযোগ সুবিধা কতটা কি প্রদান করা হবে সে বিষয়ে কর্তৃপক্ষ যা সিদ্ধান্ত নেবে সেটিই চূড়ান্ত বলে বিবেচিত হবে।


শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা:- এই নিয়োগের বিজ্ঞাপনে আবেদনকারী প্রার্থীদের কিধরনের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন বা অন্য আর কি কি যোগ্যতা থাকা আবশ্যক সেই বিষয়ে স্পষ্ট করে জানানো হয়েছে। যেকোনো প্রার্থী যদি সরকার স্বীকৃত কোনো বোর্ডের অধীনে ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকেন তাহলেই এখানে আবেদনের জন্য উপযুক্ত বলে গণ্য হবেন। তবে এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের অবশ্যই একজন মহিলা হতে হবে। এছাড়াও তারা যে এলাকা থেকে আবেদন করবেন সেই এলাকার স্থায়ী বাসিন্দা হয়ে থাকতে হবে।


পদের বিবরণ:- মূলত গ্ৰামাঞ্চলে আশাকর্মী পদেই এক্ষেত্রে নিয়োগ সম্পন্ন করা হবে। এখানে সব মিলিয়ে মোট শূন্যপদ রয়েছে ১৮ টি। নিয়োগ প্রদান করা হবে রাজ্যের কল্যাণী শহরের চাকদহ ব্লকের অধীনে কিছু স্বাস্থকেন্দ্রে। আর তাই এই পদের জন্য আবেদন করতে গেলে প্রার্থীদের অবশ্যই এই সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে।


আবেদনের সময়সীমা:- উপরোক্ত এই আশাকর্মী নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেই অনুযায়ী এখানে প্রার্থীদের আবেদন গ্ৰহণ করার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আর এই আবেদন গ্ৰহণ চলতে থাকবে আগামী ১৬ ই জুন ২০২৩ তারিখ পর্যন্ত। তাই অযথা আর দেরি না করে তাড়াতাড়ি এখানে আবেদন করে ফেলুন। কারণ এরকম কম যোগ্যতায় এত ভালো সরকারি চাকরিতে নিয়োগের সুযোগ কিন্তু বারবার আসবে না।


Official Notice:- Download

Official Website:- Click here




এরকম আরো নিত্যনতুন খবরের আপডেট সবার আগে পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ফলো করুন এবং প্রয়োজনে আমাদের টেলিগ্ৰাম চ্যানেল‌ জয়েন করুন যাতে আমাদের কোনো আপডেট আপনার মিস না হয়।


Telegram channel :-  Join channel

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মাসিক ২ লক্ষ টাকা বেতনে ইন্টারভিউ দিয়ে কেন্দ্রীয় সরকারের DRDO তে চাকরির সুযোগ। DRDO Recruitment 2023

মাসিক ১৬০০০ টাকা বেতনে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে Group C পদে দুর্দান্ত নিয়োগের ঘোষণা। RBU Group C Recruitment 2023

এই ব্যাংক দিচ্ছে ফিক্সড ডিপোজিটের ওপর ৯.১০% সুদ। একবার টাকা বিনিয়োগ করলেই রকেটের স্পিডে বাড়বে।