৪০০০০ টাকা বেতনে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অসংখ্য শূন্যপদে স্থায়ীভাবে কর্মী নিয়োগের দুর্দান্ত ঘোষণা। Punjab National Bank Bulk Recruitment 2023



ভারতের পাবলিক সেক্টর ব্যাংকগুলির মধ্যে দ্বিতীয় বৃহত্তম ব্যাংক হল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। সম্প্রতি বিশাল এক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পক্ষ থেকে। সারা ভারত জুড়ে এই ব্যাংকের হাজার হাজার শাখা রয়েছে। এই সমস্ত শাখা ব্যাংকগুলিতেই কর্মী নিয়োগের জন্য নোটিশ প্রকাশ করা হয়েছে কর্তৃপক্ষ মারফত। এই নোটিশে বলা হয়েছে যে সমগ্ৰ দেশ জুড়ে অসংখ্য শূন্যপদে কর্মী নিয়োগ করা হতে চলেছে। আর এক্ষেত্রে সকল পদেই স্থায়ীভাবে কর্মী নিয়োগ করা হবে। অর্থাৎ এখানে একদিকে যেমন কর্মীরা উচ্চহারে বেতন লাভ করবেন তেমনি অন্যদিকে আবার বেতনবৃদ্ধি, ভাতা, পেনশন, প্রভিডেন্ট ফান্ড ও আরও অনেক সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন। তাই এরকম একটি দারুন চাকরির সুযোগ আশাকরি কেউই হাতছাড়া করতে চাইবেন না। তবে অযথা দেরি কেন? আর কথা না বাড়িয়ে শীঘ্রই এবিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। 


বেতন কাঠামো:- এখানে বিভিন্ন পদের জন্য বিভিন্ন বেতনসীমা ধার্য করা হয়েছে। তবে সকল পদের ক্ষেত্রেই বেতনের যে পরিমাণ রাখা হয়েছে তা শোনার পর অনেকেরই চোখ কপালে উঠে যাবে। চাকরিতে নিয়োগের সঙ্গে সঙ্গে কর্মীদের প্রতিমাসে ৪০০০০ টাকা বেতন প্রদান করা হবে। তবে পরবর্তীকালে এই বেতন বাড়তে বাড়তে পদ বিশেষে সর্বোচ্চ ৭৮০০০ টাকা পর্যন্ত হতে পারে। এছাড়াও আগেই বলা হয়েছে যে স্থায়ী চাকরি হবার দরুন এখানে TA, DA, Gratuity, Provident fund ও আরও অনেক সুযোগ সুবিধা রয়েছে।


নিয়োগ প্রক্রিয়া:- সকল পদের বেলাতেই নিয়োগ প্রক্রিয়া একরকম ভাবে সম্পন্ন করা হবে। প্রথমে একটি লিখিত বা অনলাইন পরীক্ষা এবং তারপর ইন্টারভিউ। 

         লিখিত বা অনলাইন পরীক্ষার সিলেবাস হবে চারটি বিষয়ের উপর - রিজনিং, ইংলিশ, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, প্রফেসনাল নলেজ। পরীক্ষা হবে ১০০ নম্বরের। সময় ১২০ মিনিট। পরীক্ষার অ্যাডমিট দেওয়া হবে পরীক্ষার ১০ আগে। পরীক্ষার স্থান ও অন্যান্য বিবরণ জানতে হলে নীচের বিজ্ঞপ্তিটি পড়ুন। এই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ডাকা হবে ইন্টারভিউয়ের জন্য।

        ইন্টারভিউ পর্যায়ে প্রার্থীদের সকল অরিজিনাল ডকুমেন্ট ভেরিফাই করে এবং তাদের যোগ্যতা যাচাই করে যে তালিকা প্রস্তুত করা হবে তার উপর ভিত্তি করেই নিয়োগ দেয়া হবে সংশ্লিষ্ট পদে কাজের জন্য। এরপরই সকল মনোনীত প্রার্থী সরাসরিভাবে জয়েন করতে পারবেন কাজে।


আবেদন পদ্ধতি:- এক্ষেত্রে প্রার্থীদের আবেদনপত্র জমা করতে হবে সরাসরি অনলাইনের মাধ্যমে। অফলাইন আবেদন গ্ৰহণ করা হবে না। এর জন্য,

১. প্রথমেই চলে যেতে হবে নিচ দেওয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে।

২. সেখানে গিয়ে New Registration  বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। যাদের আগে রেজিস্ট্রেশন করা আছে তাদের আর নতুন করে করার দরকার নেই।

৩. রেজিস্ট্রেশন হলে‌‌ প্রদত্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে নিজেদের অ্যাকাউন্টৈ। 

৪. এরপর Apply বাটনে ক্লিক করে আবেদনপত্র সঠিকভাবে প্রয়োজনীয় তথ্য দিয়ে পূরণ করে নিতে হবে।

৫. প্রয়োজনীয় কিছু নথিপত্র স্ক্যান করে আপলোড করে দিতে হবে।

৬. সবশেষে নির্দিষ্ট আবেদন মূল্য অনলাইনের মাধ্যমে জমা করলেই আবেদন পদ্ধতি সম্পূর্ণ হবে। আবেদন মূল্য জমা করা যাবে ক্রেডিট কার্ড/ডেবিট কার্ড/নেট ব্যাংকিং/ইউ পি আই ইত্যাদি দিয়ে।

         আবেদন মূল্য হল SC/ST/PWD দের জন্য ৬০ টাকা করে। আর অন্যান্য সকল শ্রেনীর প্রার্থীদের জন্য ১১৮০ টাকা করে।


প্রয়োজনীয় নথিপত্র:- বিশেষ কিছু নথিপত্রের কথা এই ক্ষেত্রে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যেগুলি আবেদন জমা করার সময়ে লাগবে। এগুলি হল,

১. এক কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি।

২. নিজস্ব সিগনেচার।

৩. যেকোনো একটি ফটো আইডি প্রুফ (আধার কার্ড/ভোটার কার্ড/প্যান কার্ড/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স)।

৪. বয়সের প্রমাণ হিসেবে মাধ্যমিক অ্যাডমিট বা বার্থ সার্টিফিকেট।

৫. বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ।

৬. একটি নিজস্ব লিখিত ঘোষণাপত্র।

৭. সমস্ত প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার প্রমাণ।

৮. জাতিগত শংসাপত্র যদি থাকে।

৯. কোনো অভিজ্ঞতার প্রমাণ যদি থাকে।


বয়সসীমা:- এখানে বিভিন্ন পদের জন্য বিভিন্ন ধরনের বয়সসীমা নির্ধারণ করা হয়েছে। তবে সকল পদের বেলাতেই বয়সসীমা রাখা হয়েছে সর্বনিম্ন ২১ থেকে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে। এই বয়সসীমা হিসাব করতে হবে ১.১.২০২৩ অনুযায়ী। এসম্পর্কে আরো বিস্তারিত জানতে হলে নীচের অফিসিয়াল বিজ্ঞপ্তিটি একবার দেখে নিন।


পদের বিবরণ:- এখানে প্রধানত ১১ ধরনের শূন্য পদের জন্য কর্মী নিয়োগ করা হতে চলেছে। সমস্ত শুন্য পদ মিলিয়ে মোট ২৪০ টি আসন খালি আছে। শূন্য পদগুলি হল,

1. Officer - Credit {Total - 200 (UR - 78, SC - 30, ST -16, OBC - 54, EWS - 22, PWD - 8)}

2. Officer - Industry {Total - 8 (UR - 4, SC - 1, ST -1, OBC - 2, EWS - 0, PWD - 0)}

3. Oficer - Civil Engineer {Total - 5 (UR - 3, SC - 1, ST -0, OBC - 1, EWS - 0, PWD - 0)}

4. Oficer - Electrical Engineer {Total - 4 (UR - 2, SC - 1, ST -0, OBC - 1, EWS - 0, PWD - 0)}

5. Officer- Architect {Total - 1 (UR - 1, SC - 0, ST -0, OBC - 0, EWS - 0, PWD - 0)}

6. Officer-Economics {Total - 6 (UR - 4, SC - 1, ST -0, OBC - 1, EWS -0 , PWD - 0)}

7. Manager - Economics {Total - 4 (UR - 2, SC - 1, ST -0, OBC - 1, EWS - 0, PWD - 0)}

8. Manager - Data Scientist {Total - 3 (UR - 3, SC - 0, ST -0, OBC - 0, EWS - 0, PWD - 0)}

9. Senior Manager - Data Scientist {Total - 2 (UR - 2,  SC - 0, ST -0, OBC - 0, EWS - 0, PWD - 0)}

10. Manager - Cyber Security {Total - 4 (UR - 2, SC - 1, ST -0, OBC - 1, EWS - 0, PWD - 0)}

11. Senior Manager - Cyber Security {Total - 3 (UR - 2, SC - 0, ST -0, OBC - 1, EWS - 0, PWD - 0)}


শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা:- উক্ত পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের কোনো সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের অধীনে সংশ্লিষ্ট বিষয়ে ন্যুনতম ৬০ শতাংশ নম্বর সহ স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করে থাকতে হবে। এছাড়াও এখানে পদবিশেষে আলাদা আলাদা কিছু যোগ্যতাও নির্ধারণ করা হয়েছে। এসম্পর্কে বিস্তারিতভাবে জানার জন্য অনুরোধ করা হচ্ছে একবার অফিসিয়াল বিজ্ঞপ্তিটিতে চোখ বুলিয়ে নিতে।


আবেদনের সময়সীমা:- উল্লেখিত সকল পদগুলির ক্ষেত্রেই নির্দিষ্ট যে অনলাইন আবেদন প্রক্রিয়া তা ইতিমধ্যেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফ থেকে শুরু করে দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী এই আবেদন গ্ৰহণ করা চলতে থাকবে আগামী ১১.০৬. ২০২৩ তারিখ পর্যন্ত। অতএব হাতে সময় বেশি নেই। শিগগিরই খবরটি পড়া মাত্রই আবেদন শুরু করে ফেলুন।


Official Notice:- Download

Official Website:- Click here




এরকম আরো নিত্যনতুন খবরের আপডেট সবার আগে পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ফলো করুন এবং প্রয়োজনে আমাদের টেলিগ্ৰাম চ্যানেল‌ জয়েন করুন যাতে আমাদের কোনো আপডেট আপনার মিস না হয়।

Telegram channel:- Join channel

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

৩০০০০ টাকা বেতনে শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে পশ্চিমবঙ্গে পৌরসভাতে কর্মী নিয়োগ। WB Municipality Recruitment 2023

এই ব্যাংক দিচ্ছে ফিক্সড ডিপোজিটের ওপর ৯.১০% সুদ। একবার টাকা বিনিয়োগ করলেই রকেটের স্পিডে বাড়বে।

মাধ্যমিক পাসে ৪৪০০০ শূন্যপদে ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করবে ভারতীয় রেল। Indian Railway Recruitment 2023