ইন্টারভিউয়ের মাধ্যমে হাজার হাজার টাকা বেতনে মাধ্যমিক পাসে হলদিয়া শিল্পাঞ্চলে গ্ৰুপ ডি কর্মী নিয়োগ। Haldia Industries Group D Recruitment 2023
সুখবর! সুখবর! সমগ্ৰ পশ্চিমবঙ্গের সকল বেকার চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুসংবাদ। রাজ্যের সকল মাধ্যমিক পাস বেকার চাকরিপ্রার্থী যারা এতদিন ধরে ভালো বেতনে একটি স্থায়ী চাকরির সন্ধান করছিলেন তাদের অপেক্ষা অবসান হল। রাজ্যের গুরুত্বপূর্ণ শিল্প এলাকা হলদিয়া শিল্পাঞ্চলে বিভিন্ন শূন্যপদে হাজার হাজার টাকা বেতনে গ্ৰুপ ডি কর্মী নিয়োগ করা হতে চলেছে। ন্যুনতম মাধ্যমিক পাস থেকে শুরু করে যেকোনো উচ্চশিক্ষার অধিকারী প্রার্থীরা এখানে আবেদনের যোগ্য। সবচেয়ে বড় কথা হলো যে এখানে নিয়োগ পেতে হলে প্রার্থীদের কোনো পরীক্ষা দিতে হবে। শুধু মাত্র একটি ছোট ইন্টারভিউ এর মাধ্যমেই তাদের যোগ্যতা যাচাই করে কাজ দেওয়া হবে। তাই আর দেরি না করে ঝটপট এই চাকরিতে আবেদন করে ফেলুন।
নিয়োগ প্রক্রিয়া:- উপরেই বলা হয়েছে যে এইখানে চাকরির ক্ষেত্রে নিয়োগের জন্য বিশেষ কোনো পরীক্ষার আয়োজন করা হবে না। সকল প্রার্থীদের আবেদন জমা পড়ার পর উপযুক্তদের একটি শর্টলিস্ট করে ডেকে নেওয়া হবে ইন্টারভিউয়ের জন্য। এই ইন্টারভিউয়ের মাধ্যমে তাদের কাজের দক্ষতা, অভিজ্ঞতা যাচাইয়ের পর এবং সকল গুরুত্বপূর্ণ নথিপত্র ভেরিফিকেশন করে যোগ্য প্রার্থীদের হাতে তুলে দেয়া হবে নিয়োগপত্র। এরপরই সরাসরিভাবে কাজে জয়েন করতে পারবেন তারা।
গুরুত্বপূর্ণ নথিপত্র:- এক্ষেত্রে আবেদনের সময়ে এবং ইন্টারভিউয়ের জন্য উপস্থিত হবার সময়ে প্রার্থীদের য সকল নথিপত্রগুলি অবশ্যই সঙ্গে রাখতে হবে সেগুলি হল,
১. এক কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি।
২. ফটো আইডি প্রুফ হিসেবে ভোটার কার্ড/আধার কার্ড/ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি।
৩. এক কপি বায়োডাটা।
৪. বয়সের প্রমাণ হিসেবে মাধ্যমিক অ্যাডমিট বা আধার কার্ড।
৫. সকল প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার প্রমাণ।
৬. জাতিগত শংসাপত্র যদি থাকে।
৭. সংশ্লিষ্ট পদের কাজের অভিজ্ঞতার প্রমাণ।
নিয়োগকারী কর্তৃপক্ষ:- কোনো একটি বা দুটি নয়, হলদিয়া শিল্পাঞ্চলে একঝাঁক কোম্পানির অধীনে এক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। বিভিন্ন ছোট বড় সকল কোম্পানিই এই ক্ষেত্রে তাদের অফিসগুলিতে নানারকম কাজের জন্য একাধিক গ্ৰুপ ডি পদে লোক নিয়োগ করতে চলেছে।
পদের বিবরণ:- এখানে প্রধানত চার ধরনের শূন্য পদ পূরণের জন্য কর্মী নিয়োগ করা হতে চলেছে। আর প্রতি ক্ষেত্রেই প্রার্থীদের চুক্তিভিত্তিকভাবে নিয়োগ করা হবে।
১. Helper:- এক্ষেত্রে শূন্য পদের সংখ্যা হল ১৫ টি।
বয়স:- এখানে কাজের জন্য নিয়োগ পেতে হলে প্রার্থীদের বয়স হতে হবে ১৯ থেকে ৪০ বছরের মধ্যে।
যোগ্যতা:- এই পদের জন্য আবেদনকারী প্রার্থীদের অবশ্যই মাধ্যমিক পাস করে থাকতে হবে। আর সেই সঙ্গে সংশ্লিষ্ট পদের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক।
আবেদন পদ্ধতি:- এখানে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। প্রার্থীদের নীচের লিঙ্কে ক্লিক করে আবেদনপত্রটি প্রিন্ট করে নিতে হবে। তারপর সেটিকে পূরণ করে ও তার সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র একত্রিত করে নিম্নলিখিত ঠিকানায় গিয়ে জমা দিয়ে আসতে হবে।
M M CONSTRUCTION, Sovarampur, Debhog, Bhabanipur, Ph.- 9734470572 / 9735879922
আবেদনের সময়সীমা:- এই পদের জন্য আবেদন গ্ৰহণ করা হবে ২২ মে ২০২৩ তারিখ পর্যন্ত।
২. AC Technician and Helper:- এই দুই পদের ক্ষেত্রেই শূন্য পদের সংখ্যা হল ২টি করে অর্থাৎ ৪ টি।
বয়স:- এখানে কাজের জন্য নিয়োগ পেতে হলে প্রার্থীদের বয়স হতে হবে ২১ থেকে ৪৫ বছরের মধ্যে।
যোগ্যতা:- এই পদের জন্য আবেদনকারী প্রার্থীদের অবশ্যই মাধ্যমিক পাস করে থাকতে হবে। আর সেই সঙ্গে সংশ্লিষ্ট পদের কাজের ৫ বছরের (technician) এবং ৩ বছরের (helper) অভিজ্ঞতা থাকা আবশ্যক।
আবেদন পদ্ধতি:- এখানে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। প্রার্থীদের নীচের লিঙ্কে ক্লিক করে আবেদনপত্রটি প্রিন্ট করে নিতে হবে। তারপর সেটিকে পূরণ করে ও তার সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র একত্রিত করে নিম্নলিখিত ঠিকানায় গিয়ে জমা দিয়ে আসতে হবে।
SANTRA REFRIGERATION, Basudevpur, Khanjanchak, Haldia, Ph.- 8926305018 / 9732514397
আবেদনের সময়সীমা:- এই পদের জন্য আবেদন গ্ৰহণ করা হবে ২৩ মে ২০২৩ তারিখ পর্যন্ত।
৩. Security Guard:- এক্ষেত্রে শূন্য পদের সংখ্যা হল ৩টি।
বয়স:- এখানে কাজের জন্য নিয়োগ পেতে হলে প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে।
যোগ্যতা:- এই পদের জন্য আবেদনকারী প্রার্থীদের অবশ্যই মাধ্যমিক পাস করে থাকতে হবে। এই পদে কাজের জন্য অভিজ্ঞতা থাকা আবশ্যক নয়, তবে অভিজ্ঞতা যাদের আছে তারা অগ্ৰাধিকার পাবেন।
আবেদন পদ্ধতি:- এখানে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। প্রার্থীদের নীচের লিঙ্কে ক্লিক করে আবেদনপত্রটি প্রিন্ট করে নিতে হবে। তারপর সেটিকে পূরণ করে ও তার সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র একত্রিত করে নিম্নলিখিত ঠিকানায় গিয়ে জমা দিয়ে আসতে হবে।
S & IB SERVICES PRIVATE LIMITED, S& IB HOSUSE, 1 ADYANATH SAHA ROAD, KOLKATA-700048, Ph.- 033-25692800 – 2849 (50 lines)।
আবেদনের সময়সীমা:- এই পদের জন্য আবেদন গ্ৰহণ করা হবে ২২ মে ২০২৩ তারিখ পর্যন্ত।
এই নিয়োগের ব্যাপারে আরও বিস্তারিত জানতে নিচের অফিসিয়াল নোটিফিকেশন টি একবার দেখে নিন।
Official Notice:- Download
এরকম আরো নিত্যনতুন খবরের আপডেট সবার আগে পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ফলো করুন এবং প্রয়োজনে আমাদের টেলিগ্ৰাম চ্যানেলের লিংক নিচে দেওয়া হলো, তাতে জয়েন করে নিতে পারেন যাতে আমাদের কোনো আপডেট আপনার মিস না হয়।
Telegram channel:- Join channel
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন