২৫ হাজার টাকা বেতনে রাজ্যের স্বাস্থ্য দপ্তরে Group C কর্মী নিয়োগ। WB Ministry of Health and Family Welfare Recruitment 2023



সমগ্ৰ পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য সম্প্রতি আবারও এক দারুণ চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজ্য সরকার। এবার এই নিয়োগ হতে চলেছে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীনে। সারা রাজ্যের যেকোনো জেলা থেকে সকল প্রার্থীই এখানে আবেদনের যোগ্য। কারণ এখানে আবেদন করতে গেলে প্রার্থীদের যোগ্যতা হতে হবে ন্যুনতম অষ্টম পাস। শুধু তাই নয়, এখানে নিয়োগের পর প্রতি প্রার্থীকে কাজের শুরু থেকেই মোটা টাকা বেতন দেওয়া হবে। তাই এরকম একটি নিয়োগের সুবর্ণ সুযোগ হাতছাড়া না করতে হলে এই খবরটি শেষ পর্যন্ত পড়ুন এবং দ্রুত আবেদন সম্পূর্ণ করে ফেলুন।


আবেদন পদ্ধতি :- এখানে আবেদন করতে গেলে ইচ্ছুক প্রার্থীদের প্রথমে নীচে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করে সেটি ভিজিট করতে হবে। তারপর New Registration বাটনে ক্লিক করে নিজেদের প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে ফেলতে হবে। এরপর Recruitment ট্যাবে গিয়ে সংশ্লিষ্ট আবেদন পত্রটি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে। তারপর সেটিকে দরকারি তথ্যাদি দিয়ে যথার্থভাবে পূরণ করে নিতে হবে। এরসঙ্গে কিছু প্রয়োজনীয় ডকুমেন্টসের এককপি করে সেল্ফ অ্যাটেস্টেড করা জেরক্সও একত্রিত করে একটি খামে ভরে পোস্টের মাধ্যমে নীচের ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। তাহলেই আবেদন শেষ। এক্ষেত্রে খামটির ওপর অবশ্যই যে প্রার্থী যে পোস্টের জন্য আবেদন করছেন সেটি উল্লেখ করবেন।


ঠিকানা:- To,

             The Chief Medical Officer of Health,

             Hooghly, New Administrative Building 1st                 Floor, DRS Complex, Chinsurah, Hooghly                   712101


প্রয়োজনীয় নথিপত্র:- 

১. এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি,

২. বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিক পাস অ্যাডমিট বা আধার কার্ড,

৩. জাতিগত শংসাপত্র যদি থাকে,

৪. শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্র , 

৫. ফটো আইডি প্রুফ হিসেবে ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি 

৬. উল্লেখিত পদের ক্ষেত্রে অভিজ্ঞতার প্রমাণ।


নিয়োগ প্রক্রিয়া:-  এক্ষেত্রে উপযুক্ত প্রার্থীদের বাছাই করার জন্য প্রথমে তাদের অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনের ভিত্তিতে একটি মেরিট লিস্ট তৈরি করা হবে। তারপর সেই লিস্টে স্থান পাওয়া ব্যক্তিদের ডাকা হবে ইন্টারভিউ ও অভিজ্ঞতা যাচাইয়ের জন্য। এর ওপর ভিত্তি করেই প্রস্তুত করা হবে চূড়ান্ত মেরিট লিস্ট। এরপরই উপযুক্ত প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে নির্ধারিত স্বাস্থ্যকেন্দ্রে। 


পদের বিবরণ:- এখানে প্রধানত চার ধরনের পদে নিয়োগ দেওয়া হবে। আর সকল পদের ক্ষেত্রেই প্রার্থীদের চুক্তিভিত্তিকভাবে নিয়োগ করা হবে।

১. মেডিকেল অফিসার:- এক্ষেত্রে শূন্য পদের সংখ্যা হল মোট ২৯ টি।

বয়সসীমা:- এখানে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের বয়স হতে হবে সর্বোচ্চ ৬৭ বছরের মধ্যে। বয়স হিসাব হবে ১.১.২০২৩ তারিখ অনুযায়ী। তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের এক্ষেত্রে বিশেষ ছাড় দেয়া হবে।

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা:- এই পদে আবেদন করতে গেলে প্রার্থীদের অবশ্যই কোনো সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে MBBS পাস করে থাকতে হবে। সেই সঙ্গে এই পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন:- বেতনের পরিমাণ হল প্রতি মাসে ৬০ হাজার টাকা।


২. স্টাফ নার্স:- এক্ষেত্রে শূন্য পদের সংখ্যা হল মোট ২৯ টি।

বয়সসীমা:- এখানে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের বয়স হতে হবে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে। বয়স হিসাব হবে ১.১.২০২৩ তারিখ অনুযায়ী। তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের এক্ষেত্রে বিশেষ ছাড় দেয়া হবে।

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা:- এই পদে আবেদন করতে গেলে প্রার্থীদের অবশ্যই কোনো সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে GNM/B.Sc নার্সিং পাস করে থাকতে হবে। সেই সঙ্গে এই পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন:- বেতনের পরিমাণ হল প্রতি মাসে ২৫ হাজার টাকা।


৩. কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট:- এক্ষেত্রে শূন্য পদের সংখ্যা হল মোট ২৯ টি।

বয়সসীমা:- এখানে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের বয়স হতে হবে ২১ থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে। বয়স হিসাব হবে ১.১.২০২৩ তারিখ অনুযায়ী। তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের এক্ষেত্রে বিশেষ ছাড় দেয়া হবে।

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা:- এই পদে আবেদন করতে গেলে প্রার্থীদের অবশ্যই কোনো সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো শাখায় স্নাতক ডিগ্রি পাস করে থাকতে হবে। সেই সঙ্গে এই পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন:- বেতনের পরিমাণ হল প্রতি মাসে ১৩ হাজার টাকা।


৪. ড্রাইভার :- এক্ষেত্রে শূন্য পদের সংখ্যা হল মোট ১ টি।

বয়সসীমা:- এখানে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের বয়স হতে হবে ২৫ থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে। বয়স হিসাব হবে ১.১.২০২৩ তারিখ অনুযায়ী। তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের এক্ষেত্রে বিশেষ ছাড় দেয়া হবে।

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা:- এই পদে আবেদন করতে গেলে প্রার্থীদের অবশ্যই কোনো সরকার স্বীকৃত স্কুল থেকে অষ্টম শ্রেণী পাস করে থাকতে হবে। সেই সঙ্গে এই পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও একটি বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা আবশ্যক।

বেতন:- বেতনের পরিমাণ হল প্রতি মাসে ১১৫০০ টাকা।


আবেদনের সময়সীমা:- এই সকল পদগুলিতে আবেদন গ্রফণ করা হবে আগামী ০৮.০৬.২০২৩ তারিখ পর্যন্ত। তাই আর দেরি না করে তাড়াতাড়ি আবেদন সম্পূর্ণ করুন।




Official Website:- Click here

Official Notice:- Download



এরকম আরো নিত্যনতুন খবরের আপডেট সবার আগে পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ফলো করুন এবং প্রয়োজনে আমাদের টেলিগ্ৰাম চ্যানেল‌ জয়েন করুন যাতে আমাদের কোনো আপডেট আপনার মিস না হয়।

টেলিগ্ৰাম চ্যানেলের লিংক:- Join

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

৩০০০০ টাকা বেতনে শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে পশ্চিমবঙ্গে পৌরসভাতে কর্মী নিয়োগ। WB Municipality Recruitment 2023

এই ব্যাংক দিচ্ছে ফিক্সড ডিপোজিটের ওপর ৯.১০% সুদ। একবার টাকা বিনিয়োগ করলেই রকেটের স্পিডে বাড়বে।

মাধ্যমিক পাসে ৪৪০০০ শূন্যপদে ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করবে ভারতীয় রেল। Indian Railway Recruitment 2023