মাধ্যমিক পাসের পর আবেদন করুন এই ৬ স্কলারশিপে, পাবেন ৬০০০০ টাকা পর্যন্ত।


 

সকল পরীক্ষার্থীদের চিন্তার অবসান ঘটিয়ে আজ মাত্র কিছু ঘন্টা আগেই প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার ফলাফল। দীর্ঘ এক বছরের লড়াই শেষে পরীক্ষার্থীরা পেল তাদের অক্লান্ত পরিশ্রমের ফল। জীবনের প্রথম এই গুরুত্বপূর্ণ পরীক্ষার পর স্বাভাবিকভাবেই সবাই এবার চাইবে নিজেদের শিক্ষাকে আরো দূরে নিয়ে যেতে। নিজেদের জীবনে সুপ্রতিষ্ঠিত হবার পথকে আরো প্রশস্ত করতে। আর তাদের এই ভবিষ্যৎ লড়াইয়ে পাশে থেকে আজ আমরা সকল মাধ্যমিক পাস ছাত্রছাত্রীদের জন্য নিয়ে এসেছি এমন কিছু গুরুত্বপূর্ণ স্কলারশিপ যেগুলিতে আবেদন করলেই তারা একটি মোটা অংকের টাকা লাভ করতে পারে যা তাদের ভবিষ্যতে উচ্চশিক্ষার কাজে অত্যন্ত সহায় হবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে এই সব স্কলারশিপের বিষয়ে জেনে নিই।


১. স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ:- এই স্কলারশিপটি প্রদান করা হবে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে। এখানে আবেদন করতে গেলে প্রার্থীদের অবশ্যই এরাজ্যের বাসিন্দা হতে হবে, বার্ষিক আয় হতে হবে ২.৫ লক্ষ টাকার মধ্যে এবং মাধ্যমিকে ৬০ শতাংশ নম্বর সহ পাস করে থাকতে হবে। এখানে আবেদন করলে প্রত্যেক উপযুক্ত প্রার্থী পাবে ১২০০০ থেকে ৬০০০০ টাকা পর্যন্ত। নীচের লিঙ্কে ক্লিক করে আবেদন করতে হবে।

Apply:- Click here


২. টাটা স্কলারশিপ:- এই স্কলারশিপ দেওয়া হবে সমস্ত মাধ্যমিক পাস ছাত্রছাত্রীদের যারা অন্ততপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ মাধ্যমিক পাস করেছে। এই স্কলারশিপ প্রদান করবে টাটা গ্ৰুপ। এখানে আবেদন করলে প্রত্যেক উপযুক্ত প্রার্থী পাবে ৯০০০ থেকে ৫০০০০ টাকা পর্যন্ত। এই স্কলারশিপে আবেদনের জন্য নীচের লিঙ্কে ক্লিক করে আবেদনপত্র জমা করতে হবে।

Apply :- Click here


৩. নবান্ন বা উত্তরকন্না স্কলারশিপ:- এই স্কলারশিপটিও দেওয়া হবে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে। এতে আবেদন করতে গেলে প্রার্থীদের অবশ্যই এরাজ্যের বাসিন্দা হতে হবে এবং মাধ্যমিকে অন্তত ৬৫ শতাংশ নম্বর সহ পাস করে থাকতে হবে। এখানে আবেদন করলে তোমরা পেতে পারো ১০০০০ টাকা পর্যন্ত। আবেদন করার জন্য নীচের লিঙ্কে ক্লিক করো।

Apply:- Click here


৪. ঐক্যশ্রী স্কলারশিপ:- এই স্কলারশিপটিও পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে প্রদান করা হবে সেই সকল মাধ্যমিক পাস ছাত্রছাত্রীদের যারা এরাজ্যের বাসিন্দা এবং অন্ততপক্ষে ৫০ শতাংশ নম্বর সহ পাস করেছে। তবে এক্ষেত্রে কেবলমাত্র সংখ্যালঘু সম্প্রদায়ের প্রার্থীরাই যোগ্য। এই স্কলারশিপে প্রার্থীরা ১৬৫০০ টাকা পর্যন্ত সুবিধা পেতে পারে। 

Apply:- Click here


৫. জিন্দাল স্কলারশিপ:- এই স্কলারশিপ প্রদান করা হবে সীতারাম জিন্দাল ফাউন্ডেশনের তরফ থেকে। এক্ষেত্রে আবেদনের বিষয়ে প্রার্থীদের ক্যাটেগরি অনুযায়ী আলাদা আলাদা নিয়ম রয়েছে। এখানে আবেদন করলে প্রত্যেক উপযুক্ত প্রার্থী ২৫০০ টাকা পর্যন্ত সুবিধা লাভ করতে পারে। এখানে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। আরও জানতে ক্লিক করো নীচের লিঙ্কে।

Apply:- Click here


৬. ওয়েসিস স্কলারশিপ:- এই স্কলারশিপ দেবে ওয়েসিস গ্ৰুপ। এক্ষেত্রে কেবলমাত্র সংখ্যালঘু সম্প্রদায়ের প্রার্থীরাই আবেদনের জন্য যোগ্য। এই স্কলারশিপ Pre matric এবং post matric education উভয় ক্ষেত্রেই প্রদান করা হয়। ছাত্রছাত্রীরা যে কোর্স বা বিষয় নিয়েই পড়াশোনা করুক না কেন তারা সকলেই এর মাধ্যমে সুবিধা লাভ করতে পারে। আবেদন করতে গেলে নীচের লিঙ্কে ক্লিক করো।

Apply:- Click here

 



এরকম আরো নিত্যনতুন খবরের আপডেট সবার আগে পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ফলো করুন এবং প্রয়োজনে আমাদের টেলিগ্ৰাম চ্যানেল‌ জয়েন করুন যাতে আমাদের কোনো আপডেট আপনার মিস না হয়।


টেলিগ্ৰাম চ্যানেলের লিংক:- Join

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

৩০০০০ টাকা বেতনে শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে পশ্চিমবঙ্গে পৌরসভাতে কর্মী নিয়োগ। WB Municipality Recruitment 2023

এই ব্যাংক দিচ্ছে ফিক্সড ডিপোজিটের ওপর ৯.১০% সুদ। একবার টাকা বিনিয়োগ করলেই রকেটের স্পিডে বাড়বে।

মাধ্যমিক পাসে ৪৪০০০ শূন্যপদে ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করবে ভারতীয় রেল। Indian Railway Recruitment 2023