উচ্চমাধ্যমিক পাসে ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমিতে গ্রুপ সি কর্মী নিয়োগ।

 


কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আবারও এক বিরাট নিয়োগের ঘোষণা করা হল সম্প্রতি। কেন্দ্রীয় প্রতিরক্ষা বাহিনী বা ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির অধীনে এই নিয়োগ হতে চলেছে। নির্দিষ্ট নির্বাচন প্রক্রিয়ায় উত্তীর্ণ হবার পর প্রত্যেক উপযুক্ত প্রার্থী নিয়োগ পাবেন কেন্দ্রীয় প্রতিরক্ষা দফতরের অধীনস্থ বিভিন্ন কেন্দ্রে। আর সবথেকে বড় কথা হল যে এখানে শিক্ষার ন্যুনতম মাপকাঠি রয়েছে উচ্চমাধ্যমিক পাশ। তাই দেশের যে কোনো প্রান্ত থেকে নারী পুরুষ নির্বিশেষে সকল বেকার চাকরিপ্রার্থী এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করার যোগ্য।


আবেদন পদ্ধতি:- উপরে যে নিয়োগের কথা বলা হয়েছে সেই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে গেলে প্রার্থীদের প্রথমে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।

১. এক্ষেত্রে সর্বপ্রথম নীচে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করতে হবে।

২. তারপর সেখানে One Time Registration সম্পূর্ণ করে প্রদত্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।

৩. তারপর নির্দিষ্ট স্থানে গিয়ে যথাযথ তথ্য প্রদান করে আবেদন পত্র পূরণ করে ফেলতে হবে।

৪. এরপর প্রয়োজনীয় কিছু ডকুমেন্টস আপলোড করে দিয়ে পরের পেজে এসে পেমেন্ট প্রক্রিয়া সম্পূর্ণ করলেই আবেদন শেষ। 

      এক্ষেত্রে আবেদন মূল্য হল সাধারণ/OBC/EWS শ্রেণীর প্রার্থীদের জন্য ১০০ টাকা এবং তফশীল জাতি-উপজাতির প্রার্থী অথবা মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কোনো মূল্য লাগবে না।


নথিপত্র:- এক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র আবেদনের সময়ে দরকার হবে। এগুলি হল,

১. এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।

২. ফটো আইডি প্রুফ (আধার কার্ড/ভোটার কার্ড/প্যান কার্ড/ড্রাইভিং লাইসেন্স)

৩. বয়সের প্রমাণ হিসেবে মাধ্যমিক অ্যাডমিট বা আধার কার্ড।

৪. প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার প্রমাণ।

৫. জাতিগত শংসাপত্র যদি থাকে।


নিয়োগ পদ্ধতি:- উপরোক্ত ক্ষেত্রে প্রার্থীদের নির্বাচন করার জন্য মোট তিনটি পর্যায়ে নিয়োগ প্রক্রিয়া আয়োজন করা হবে। প্রথমে একটি লিখিত পরীক্ষা হবে। পরীক্ষার স্থান, সময়, সিলেবাস, ও অন্যান্য বিবরণ আপনারা অফিসিয়াল বিজ্ঞপ্তিতে পাবেন। এই পরীক্ষায় উত্তীর্ণ সকল প্রার্থীদের ডেকে নেওয়া হবে পরের ধাপে একটি শারীরিক পরীক্ষা করার জন্য। এই ক্ষেত্রে উত্তীর্ণ প্রার্থীদের অনুমতি দেওয়া হবে অন্তিম ধাপ অর্থাৎ ইন্টারভিউ ও ডকুমেন্ট ভেরিফিকেশন এর জন্য। সব পর্যায়গুলি মিলিয়ে যেসকল প্রার্থীরা উপযুক্ত হবেন তাদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে এবং কিছুদিন পর থেকেই শুরু হবে তাদের প্রশিক্ষণ।


পদের নাম ও নিয়োগকারী কতৃপক্ষ:- কেন্দ্রীয় সরকারের অধীনস্থ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা (UPSC) কর্তৃক এই নিয়োগ করা হতে চলেছে। নিয়োগ হবে ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি বা NDA এর বিভিন্ন কেন্দ্রে। এক্ষেত্রে আর্মি, নেভি এবং এয়ারফোর্স এই তিনটিতেই শূন্যপদ রয়েছে। সবমিলিয়ে শূন্যপদের সংখ্যা হল প্রায় ৪০০ টি। 


শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা:- আগেই বলা হয়েছে যে এখানে শিক্ষাগত যোগ্যতার মাপকাঠি অত্যন্ত ন্যূন। ভারতে বসবাসকারী যে কোনো সম্প্রদায়ের বেকার চাকরিপ্রার্থীরা যদি সরকার স্বীকৃত কোনো বোর্ডের অধীনে অন্তত উচ্চমাধ্যমিক পাশ করে থাকেন তাহলেই নিঃসংকোচে এখানে আবেদন করতে পারবেন। তবে নৌসেনা ও বায়ুসেনার ক্ষেত্রে সাইন্স বিভাগে পদার্থবিজ্ঞান ও গণিত নিয়ে উচ্চমাধ্যমিক পাস করা আবশ্যক।

     উপরোক্ত এইসকল শিক্ষাগত যোগ্যতা ছাড়াও এখানে আবেদন করতে গেলে প্রার্থীদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ এবং শক্তিশালী হতে হবে।


বয়সসীমা:- আবেদন করার জন্য প্রত্যেক প্রার্থীর বয়স হতে হবে সর্বনিম্ন ১৫ থেকে সর্বোচ্চ ১৮ বছর পর্যন্ত। বয়স হিসাব করতে হবে ০১.০১.২০২৩ তারিখ অনুযায়ী।


আবেদনের সময়সীমা:- উপরোক্ত এই পদগুলির ক্ষেত্রে আবেদনের জন্য যে সময়সীমা নির্দিষ্ট করা হয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে তা হল ১৫.০৫.২০২৩ থেকে ০৬.০৬.২০২৩ তারিখ অবধি।



Apply Now:- Click here



এরকমই আরো নিত্যনতুন খবরের আপডেট সবার আগে পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ফলো করুন এবং প্রয়োজনে নোটিফিকেশন অন করে রাখুন যাতে আমাদের কোনো আপডেট মিস না হয়।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

৩০০০০ টাকা বেতনে শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে পশ্চিমবঙ্গে পৌরসভাতে কর্মী নিয়োগ। WB Municipality Recruitment 2023

এই ব্যাংক দিচ্ছে ফিক্সড ডিপোজিটের ওপর ৯.১০% সুদ। একবার টাকা বিনিয়োগ করলেই রকেটের স্পিডে বাড়বে।

মাধ্যমিক পাসে ৪৪০০০ শূন্যপদে ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করবে ভারতীয় রেল। Indian Railway Recruitment 2023